ওয়েবডেস্ক: এখনও পর্যন্ত ভারতে ২৯ জনের করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সংখ্যা ক্রমশ বাড়ছে। যে কারণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সবসময়ই ব্যবহার করতে হয়, এমন কয়েকটি বস্তু থেকে দূরে থাকা না গেলেও, তা ব্যবহারের পর জীবাণুনাশক দিয়ে ভালো করে হাত ধুয়ে ফেলা প্রয়োজন। লক ডাউনের জেরে বাইরে বেরনো হ্রাস পেলেও, যদি কোনো কারণে এই জিনিসগুলি ব্যবহার করতেই হয়, তা হলে সতর্ক হওয়াটাই বাঞ্ছনীয়। দেখে নেওয়া যাক, তেমনই কয়েকটি বস্তু।

ব্যবহার্য ধাতব বস্ত



একাধিক রিপোর্টে বলা হয়েছে, কোভিড-১৯ কঠিন বস্তুর উপরিভাগে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করতে পারে। ফলে যে সমস্ত ধাতব বস্তু বহু ব্যক্তির দ্বারা ব্যবহৃত হয়, সেটা এড়িয়ে চলাই ভালো।

মাউথ ফ্রেশনার


রেস্তোঁরার মাউথ ফ্রেশনারের বাটিতে হাত পড়ে অনেকের। সেখান থেকেই সংক্রমণ ঘটনার সম্ভাবনা থেকেই যায়।