করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাতে দেশের বিভিন্ন প্রান্তে কোথাও প্রদীপ জ্বালিয়ে কোথাও আবার মোমবাতি, মোবাইলের আলো জ্বালিয়ে সংকল্পবদ্ধ হন অনেকে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকেই এবার বিঁধলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে অভিষেকের কটাক্ষ, ‘বাজি পুড়িয়ে, রংবেরঙের প্রদীপ ও লণ্ঠন জ্বালিয়ে আমরাই একমাত্র দেশ যারা কোভিড-19 সেলিব্রেট করলাম।’

মারণ করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশকে একজোট হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য দেশের সমস্ত বাড়ির আলো নিভিয়ে বাড়ির দরজায় বা বারান্দায় গিয়ে প্রদীপ, মোমবাতি, মোবাইল ফোনের আলো বা টর্চ জ্বালানোর বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রবিবার রাত ৯টা থেকে ৯টা ৯ মিনিট পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই কর্মসূচি। ওই সময় দেদার বাজি পুড়তেও দেখা যায়।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ঘিরে একাধিক রাজনৈতিক দল তাঁকে সমালোচনায় বিঁধেছেন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, প্রধানমন্ত্রী সম্পূরণ অবৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে দেশবাসীকে সংকল্প নেওয়ার বার্তা দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই উদ্যোগের কড়া সমালোচনা করলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

টুইটে অভিষেক মোদীকে কটাক্ষ করে লেখেন, ‘বাজি পুড়িয়ে, রংবেরঙের প্রদীপ ও লণ্ঠন জ্বালিয়ে আমরাই একমাত্র দেশ যারা কোভিড-19 সেলিব্রেট করলাম। নিয়ম মেনে কতজন লকডাউন পালন করছেন। কী প্রচারের চেষ্টা হল? স্ব-বিচ্ছিন্নতা না আত্মধ্বংস?’

গোটা দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও ইতিমধ্যে ৪০০০ পার করে ফেলেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪,০৬৭ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শুধু গত ২৪ ঘন্টায় দেশে মারণ এই ভাইরাসের বলি হয়েছেন ৩২ জন৷